Astrology Journeys

Horoscope reading, Prediction, Palm reading, Numerology, Gem Stone, Mantras, Reiki, Meditation & astrology article,রাশিফল, জন্ম ছক বিশ্লেষণ, রত্ন, মন্ত্র,রেইকি, ধ্যান।

Breaking

রবিবার, ১৮ আগস্ট, ২০১৯

various diseases by planets yoga|head and memory diseases according to Astrology

various diseases by planets yoga|head and memory diseases according to Astrology

গ্রহ যোগ দ্বারা বিভিন্ন রোগ

জ্যোতিষ মতে মস্তক ও স্মৃতি সংক্রান্ত রোগ

চন্দ্র, শনি এবং মঙ্গল এই তিনটি গ্রহের অবস্থানভেদে এবং অশুভ যোগে মানুষ অধিকাংশ ক্ষেত্রে পাগল বা স্মৃতি বিষয়ক রোগে ভোগেন।
  • দ্বাদশে শনিযুক্ত  দুর্বল চন্দ্র মানুষকে পাগল করে।
  • মঙ্গল ষষ্ঠে চন্দ্রের সঙ্গে যুক্ত হলে জাতক উদ্ভ্রান্ত-চিত্ত হয়।
  • ষষ্ঠাধিপতি অথবা লগ্নাধিপতি বুধের সঙ্গে যুক্ত হলে মানুষ মানসিক ব্যাধিতে আক্রান্ত হয়।
  • লগ্নে শনি ও পঞ্চম, সপ্তম অথবা নবমে মঙ্গল থাকলে জাতক উন্মাদ হয়।
  • শনি, চন্দ্র এবং মঙ্গল যদি পরস্পর যুক্ত বা দৃষ্টি সম্বন্ধে আবদ্ধ হয় তাহলে মানুষ পাগল হয়।
  • চন্দ্র- লগ্ন, পঞ্চম অথবা নবমে থাকলে এবং সেই সঙ্গে বৃহস্পতি তৃতীয় থাকলে এবং শনি বলবান হলে জাতক উন্মাদ রোগগ্রস্ত হয়।
  • লগ্নস্থ মঙ্গল যদি চন্দ্রের উপর দৃষ্টিপাত করে তাহলে জাতক শিরোরোগী হবে।
  • লগ্নস্থ শনি যদি রাহুগ্রস্ত হয় এবং পঞ্চম বা নবমে যদি মঙ্গল থাকে তাহলে জাতক উদ্ভ্রান্ত চিত্ত হয়।
various diseases by planets yoga|head and memory diseases according to Astrology

  • লগ্নে যদি  বৃহস্পতি অথবা রবি অবস্থান করে এবং তার উপর শনি বা মঙ্গলের দৃষ্টি থাকে অথবা শনি মঙ্গল যুক্ত হয় তাহলে জাতকের স্মৃতিশক্তি লোপ পায়।
  • অষ্টমস্থানে 'শনি-মঙ্গল-রাহু'গ্রহের সহাবস্থান হইলে জাতকের মাথাধরা, মাথার যন্ত্রনা ইত্যাদি রোগ হবে।
  • অষ্টমে 'চন্দ্র-রাহু'সহাবস্থান করলে মৃগী রোগ হয়।
  • কোন জাতকের লগ্নে রাহু, ষষ্ঠে চন্দ্র থাকলে সেই জাতক মৃগী রোগে আক্রান্ত হবে। ষষ্ঠ বা অষ্টম স্থানে শনি-মঙ্গলের সহাবস্থান হলেও মৃগী রোগ হয়।
  • জন্ম ছকের যে কোন রাশিতে শনি-চন্দ্রের সহাবস্থান ঘটলে এবং তার উপর মঙ্গলের দৃষ্টি থাকলে জাতকের মৃগী রোগ হয়।
  • অষ্টমস্থানে শনি-মঙ্গল-রবি একত্রে থাকলে মৃগী রোগ হয়।
  • দুর্বল চন্দ্র রাহুযুক্ত হয়ে অষ্টমে থাকলে মৃগী রোগ হয়।
ব্যক্তিগত জন্মছকে যদি উপরোক্ত গ্রহ সমন্বয় থাকে তাহলে জাতকের মস্তিষ্ক ও স্মৃতি সংক্রান্ত রোগ ভোগের সম্ভাবনা থাকে। রোগ নির্ণয়ের ক্ষেত্রে লগ্ন, গ্রহের বলাবল, দশা-অন্তর্দশা ও ডি-চার্ট বিচার করা প্রয়োজন।


1 টি মন্তব্য: