গ্রহ যোগ দ্বারা বিভিন্ন রোগ
জ্যোতিষ মতে মস্তক ও স্মৃতি সংক্রান্ত রোগ
চন্দ্র, শনি এবং মঙ্গল এই তিনটি গ্রহের অবস্থানভেদে এবং অশুভ যোগে মানুষ অধিকাংশ ক্ষেত্রে পাগল বা স্মৃতি বিষয়ক রোগে ভোগেন।
- দ্বাদশে শনিযুক্ত দুর্বল চন্দ্র মানুষকে পাগল করে।
- মঙ্গল ষষ্ঠে চন্দ্রের সঙ্গে যুক্ত হলে জাতক উদ্ভ্রান্ত-চিত্ত হয়।
- ষষ্ঠাধিপতি অথবা লগ্নাধিপতি বুধের সঙ্গে যুক্ত হলে মানুষ মানসিক ব্যাধিতে আক্রান্ত হয়।
- লগ্নে শনি ও পঞ্চম, সপ্তম অথবা নবমে মঙ্গল থাকলে জাতক উন্মাদ হয়।
- শনি, চন্দ্র এবং মঙ্গল যদি পরস্পর যুক্ত বা দৃষ্টি সম্বন্ধে আবদ্ধ হয় তাহলে মানুষ পাগল হয়।
- চন্দ্র- লগ্ন, পঞ্চম অথবা নবমে থাকলে এবং সেই সঙ্গে বৃহস্পতি তৃতীয় থাকলে এবং শনি বলবান হলে জাতক উন্মাদ রোগগ্রস্ত হয়।
- লগ্নস্থ মঙ্গল যদি চন্দ্রের উপর দৃষ্টিপাত করে তাহলে জাতক শিরোরোগী হবে।
- লগ্নস্থ শনি যদি রাহুগ্রস্ত হয় এবং পঞ্চম বা নবমে যদি মঙ্গল থাকে তাহলে জাতক উদ্ভ্রান্ত চিত্ত হয়।
- লগ্নে যদি বৃহস্পতি অথবা রবি অবস্থান করে এবং তার উপর শনি বা মঙ্গলের দৃষ্টি থাকে অথবা শনি মঙ্গল যুক্ত হয় তাহলে জাতকের স্মৃতিশক্তি লোপ পায়।
- অষ্টমস্থানে 'শনি-মঙ্গল-রাহু'গ্রহের সহাবস্থান হইলে জাতকের মাথাধরা, মাথার যন্ত্রনা ইত্যাদি রোগ হবে।
- অষ্টমে 'চন্দ্র-রাহু'সহাবস্থান করলে মৃগী রোগ হয়।
- কোন জাতকের লগ্নে রাহু, ষষ্ঠে চন্দ্র থাকলে সেই জাতক মৃগী রোগে আক্রান্ত হবে। ষষ্ঠ বা অষ্টম স্থানে শনি-মঙ্গলের সহাবস্থান হলেও মৃগী রোগ হয়।
- জন্ম ছকের যে কোন রাশিতে শনি-চন্দ্রের সহাবস্থান ঘটলে এবং তার উপর মঙ্গলের দৃষ্টি থাকলে জাতকের মৃগী রোগ হয়।
- অষ্টমস্থানে শনি-মঙ্গল-রবি একত্রে থাকলে মৃগী রোগ হয়।
- দুর্বল চন্দ্র রাহুযুক্ত হয়ে অষ্টমে থাকলে মৃগী রোগ হয়।
Very good article
উত্তরমুছুন