জ্যোতিষের বিচার মূলত ৯টি গ্ৰহ নিয়ে। যেগুলি হল-রবি, চন্দ্র, মঙ্গল, বুধ,বৃহস্পতি, শুক্র,শনি, রাহ্ন ও কেতু। ইহাদের মধ্যে রাহ্ন ও কেতুকে ছায়া গ্ৰহ বলা হয়।
রবি-আত্মার কারক
চন্দ্র-মনের কারক
মঙ্গল-শক্তির কারক
বুধ-বুদ্ধির কারক
বৃহস্পতি-জ্ঞানের কারক
শুক্র-যৌবনের কারক
শনি-ত্যাগের কারক
রাহ্ন-ভোগের কারক
কেতু-মোক্ষের কারক
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন