Astrology Journeys

Horoscope reading, Prediction, Palm reading, Numerology, Gem Stone, Mantras, Reiki, Meditation & astrology article,রাশিফল, জন্ম ছক বিশ্লেষণ, রত্ন, মন্ত্র,রেইকি, ধ্যান।

Breaking

সোমবার, ২২ জুলাই, ২০১৯

Birth Chart Analysis in Bengali |জন্মপত্রিকা বিশ্লেষণ

এটি একটি ১২ বছরের বালকের জন্ম ছক। ক্লাস 3 পর্যন্ত পড়াশোনায় ভালো ছিল। কিন্তু ক্লাস 4-এ ওঠার সঙ্গে সঙ্গে পড়াশোনায় খারাপ ফল করতে থাকে।এর সঙ্গে মুখের ভাষাও খারাপ হতে থাকে।বালকটির লগ্ন পতি ও দ্বিতীয় পতি শনি অষ্টম স্থানে সঙ্গে কেতু যুক্ত। দ্বিতীয় স্থানে রাহু। মঙ্গল ষষ্ঠ স্থানে। শুক্র গ্রহের মহাদশা 10 বছর বয়স থেকে শুরু হয়েছে।দুটি রত্ন প্রতিকার হিসেবে দেওয়া হল, সঙ্গে কিছু রং সম্পুর্ণ বর্জন করতে বলা হল। বালকটি 71.4% নম্বর পেয়ে ক্লাস 5 থেকে 6-এ উত্তীর্ণ হয়েছে। বর্তমানে তার মুখের ভাষাও ভালো হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন