According to astrology, when will business prosper ? জ্যোতিষ মতে ব্যবসায় উন্নতি কোন সময় হবে ?
সময় পরিবর্তনের সাথে সাথে মানুষের চিন্তাভাবনারও পরিবর্তন হচ্ছে। অনেকেই পরাধীন চাকুরী না করিয়া স্বাধীন ব্যবসা করবার ইচ্ছা রাখেন। অনেকে তাই করছেনও। বিভিন্ন ভাবে ঋণ নিয়ে ব্যবসা করে অনেকেই আজ সুপ্রতিষ্ঠিত। অনেকে আবার ব্যবসা করিয়া ভরাডুবি হয়েছেন।আসলে ব্যবসাতে উন্নতি বা অবনতি মানুষের ভুল ব্যবসায়িক সিদ্ধান্তের ওপর যেমন নির্ভরশীল, ঠিক তেমনি জন্মকালীন গ্রহ-নক্ষত্রের উপরও নির্ভরশীল।জন্মকালীন গ্রহ-নক্ষত্রের অবস্থান, গোচর ব্যবসাকে প্রভাবিত করে সবকিছু এদিক/ওদিক করে দিতে পারেন।
জ্যোতিষ মতে - লগ্নের সপ্তমভাব, সপ্তম পতি এবং বুধ ব্যবসার ক্ষেত্রে প্রধান বিষয় এবং এর থেকে ব্যবসার যাবতীয় তথ্য অবগত হওয়া যায়।যাদের জন্ম ছকে লগ্নের সপ্তমভাব ও সপ্তম পতি বিশেষ শক্তিশালী, শুভ নক্ষত্রে আছেন এবং সঙ্গে বুধও শক্তিশালী, তাদের জীবনে ব্যবসায় উন্নতির যোগাযোগ হবে।
কিন্তু কোন সময় তা হবে? - কোন বিষয়ের ভাগ্যকে জানতে হলে নবমস্থান ও নবমপতি, ধনস্থান বিচারে দ্বিতীয় ভাব ও দ্বিতীয় পতি এবং দশমপতি, আয় ভাব বিচার করতে হলে একাদশ ভাব ও একাদশ পতির বলবত্তা ও শুভ নক্ষত্রে অবস্থান এবং পরস্পর পরস্পরের সাথে সুন্দর সম্পর্ক ব্যাবসায়িক সাফল্যতা দেন। এই সপ্তম, নবম, দ্বিতীয়, দশম ও একাদশ ভাব ও পতিদের মহাদশা-অন্তর্দশা এলে এবং গোচরে শুভ সম্পর্ক করলেই ব্যবসাতে উন্নতি হবে। অনেক সময় দেখা যায়, ব্যবসাতে ভালো ও মন্দ দুই সময় একই বছরের মধ্যে দেখা যাচ্ছে। এক্ষেত্রে মহাদশা-অন্তর্দশার অধিপতিরা হয়তো রাশিচক্রে বলবান কিন্তু শুভ নক্ষত্র পাননি। তাই ভালো-মন্দ দুরকমেরই ফল দিচ্ছেন।
কিন্তু কোন সময় তা হবে? - কোন বিষয়ের ভাগ্যকে জানতে হলে নবমস্থান ও নবমপতি, ধনস্থান বিচারে দ্বিতীয় ভাব ও দ্বিতীয় পতি এবং দশমপতি, আয় ভাব বিচার করতে হলে একাদশ ভাব ও একাদশ পতির বলবত্তা ও শুভ নক্ষত্রে অবস্থান এবং পরস্পর পরস্পরের সাথে সুন্দর সম্পর্ক ব্যাবসায়িক সাফল্যতা দেন। এই সপ্তম, নবম, দ্বিতীয়, দশম ও একাদশ ভাব ও পতিদের মহাদশা-অন্তর্দশা এলে এবং গোচরে শুভ সম্পর্ক করলেই ব্যবসাতে উন্নতি হবে। অনেক সময় দেখা যায়, ব্যবসাতে ভালো ও মন্দ দুই সময় একই বছরের মধ্যে দেখা যাচ্ছে। এক্ষেত্রে মহাদশা-অন্তর্দশার অধিপতিরা হয়তো রাশিচক্রে বলবান কিন্তু শুভ নক্ষত্র পাননি। তাই ভালো-মন্দ দুরকমেরই ফল দিচ্ছেন।
অনেক সময় দীর্ঘ 10 বছর ব্যবসাতে তেমন কোন কোন লাভ হলো না কিন্তু তারপরে হঠাৎ বিরাট সাফল্য এল। এদের জন্ম ছকে যে গ্রহটি সবথেকে শুভ এবং সপ্তম ভাবের সঙ্গে সম্পর্কযুক্ত তার দশায় ব্যবসায় উন্নতি হলো।
অনেক সময় সপ্তম ভাব ও সপ্তমপতির সঙ্গে শুভ সম্পর্কে যুক্ত বৃহস্পতির মহাদশা বিপুল অর্থ ব্যবসাতে রোজকার করে তারপর তারপর দুর্বল ও সপ্তম পতির সাথে সুসম্পর্ক বিহীন শনির দশায় সর্বস্বান্ত হয়। সুতরাং সপ্তমভাব ও সপ্তমপতির সাথে বলবান গ্রহের মহাদশা-অন্তর্দশায় ব্যবসায় উন্নতি হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন