Astrology Journeys

Horoscope reading, Prediction, Palm reading, Numerology, Gem Stone, Mantras, Reiki, Meditation & astrology article,রাশিফল, জন্ম ছক বিশ্লেষণ, রত্ন, মন্ত্র,রেইকি, ধ্যান।

Breaking

রবিবার, ১১ আগস্ট, ২০১৯

Astrological yoga|জ্যোতিষের বিভিন্ন যোগ

জ্যোতিষ এর বিভিন্ন যোগ


ক্ষেত্র-সিংহাসন যোগ: জন্ম ছকে দশমপতি কেন্দ্রে বা ত্রিকোণে বা ধনস্থানে  অবস্থিত হয়ে যদি বলবান হন কিংবা দশমপতি গ্রহ যদি নিজের ক্ষেত্রে অবস্থিত হইলে ক্ষেত্র সিংহাসন যোগ হয়। এরূপ জাতক মর্যাদা ও স্বচ্ছলতায় রাজকীয় পদে উন্নীত হতে পারেন।

চন্দ্রপ্রভা যোগ: নবমপতি গ্রহ লগ্নের নবমে অথবা কেন্দ্রে অবস্থিত হইলে চন্দ্রপ্রভা যোগ হয়। চন্দ্রপ্রভা যোগে ব্যক্তি গুণবান, রাজতুল্য সম্মানযুক্ত ও সুখ সম্পদ ভোগের অধিকারী হয়ে থাকে।

সৌরগুরু পূর্ণদৃষ্টি যোগ: জন্ম ছকে শনি ও বৃহস্পতি যদি এরূপ ভাবে অবস্থিত হয়, যাতে পরস্পর পরস্পরের প্রতি পূর্ণ দৃষ্টি প্রদানে সক্ষম হয়-তবে সৌর গুরু পূর্ণ দৃষ্টি যোগ সূচিত হবে। এরূপ যোগ জাতককে রাজতুল্য ক্ষমতা প্রদান করে থাকে।

রাজহংস যোগ: মেষ, সিংহ, তুলা এবং ধনুরাশিতে রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র ও শনি এই সাতটি গ্রহ অবস্থিত হইলে রাজহংস যোগ সূচিত হবে।জন্ম ছকে রাজহংস যোগ সূচিত হয় এইরূপ জাতক-জাতিকা বৈভবশালী ও সুখী হয়ে থাকে।

সিংহাসন যোগ: জন্মকুণ্ডলীতে কেবলমাত্র বৃষে, কন্যায় ও মীনে সকল গ্রহদি (প্রধান সাতটি গ্রহ) অবস্থিত হইলে সিংহাসন যোগ সূচিত হয়। সিংহাসন যোগে জাত ব্যক্তি রাজতুল্য ক্ষমতাশালী, যানবাহনের অধীশ্বর, শত্রুজয়ী, সৎব্যক্তির পক্ষে আনন্দদায়ক এবং উত্তমা পত্নীযুক্ত হয়ে থাকেন।

নক্ষত্র বিশেষে রাজযোগ: জন্ম ছকে শুক্র, অশ্বিনী, কৃত্তিকা, পুষ্যা, স্বাতী কিংবা রেবতী নক্ষত্র অবস্থিত হইলে রাজযোগ সূচিত হয় যা বিশেষ সৌভাগ্য যোগ।

একাবলী যোগ: জন্ম ছকে এক একটি রাশিতে একটি মাত্র গ্রহ অবস্থিত হইলে একাবলী যোগ সূচিত হয়। এরূপ যোগ যুক্ত জাতক-জাতিকার লগ্নে যদি কোন গ্রহ অবস্থিত থাকেন-তাহলে এরূপ জাতক-জাতিকা সর্ববিধ সম্পদ ভোগের অধিকারী হয়ে থাকেন। জন্ম ছকে এরূপ একাবলী যোগ থাকলে, জাতক উত্তমা স্ত্রীগণের দ্বারা সম্মানিত হয়ে থাকেন। এরূপ জাতক-জাতিকা রাজতুল্য ক্ষমতা ও সম্পদের অধিকারী, শত্রুনিধনকারী, ধার্মিক ও সৎপুত্রের পিতা হয়ে থাকেন।

নৌকা যোগ: জন্ম ছকে মিথুন থেকে ধনু রাশি পর্যন্ত এই 7 টি রাশির প্রত্যেক রাশিতে গ্রহ অবস্থিত হইলে নৌকা যোগ সূচিত হয়। নৌকাযোগ জাত ব্যক্তি দীর্ঘায়ু বিশিষ্ট হয় এবং এরূপ জাতক ক্ষমতা ও সম্পদের অধিকারী হয়ে থাকেন।

বীনা যোগ: জন্ম ছকে মেষ থেকে ধনু রাশি পর্যন্ত এই 9 টি রাশির প্রত্যেকটি রাশিতে গ্রহ অবস্থিত হইলে বীনা যোগ সূচিত হয়। বীনা যোগ জাতক-জাতিকাকে পন্ডিত ও সম্পদের অধিকারী করে থাকে।

কেশরী যোগ: জন্ম ছকে চন্দ্র, বৃহস্পতির কেন্দ্রে অবস্থিত হইলে কেশরী যোগ সূচিত হবে। কেশরী যোগে জাত ব্যক্তি সুবক্তা, বুদ্ধিমান ও বিখ্যাত হয়। এরূপ যোগে জাত ব্যক্তি সচরাচর উচ্চপদ লাভ সক্ষম হয়ে থাকেন।

চতুষচক্র যোগ: জন্ম ছকে বৃষে, মিথুনে, সিংহে, কন্যায়, বৃশ্চিকে, ধনুতে, কুম্ভে, মিথুনে ও লগ্নে-সাতটি প্রধান গ্রহ অবস্থিত হইলে চতুষচক্র যোগ সূচিত হয়। উক্ত জাতক রাজতুল্য ব্যক্তিগণের পূজ্য, প্রভূত সম্পদ ও সম্মানের অধিকারী হয়ে থাকে।

সুনফা যোগ: জন্ম ছকে চন্দ্রের দ্বিতীয়ে রবি ভিন্ন অপর কোন গ্রহ থাকলে সুনফা যোগ সূচিত হয়। সুনফা যোগে জাত ব্যক্তি বুদ্ধিমান, কীর্তিযুক্ত এবং নিজ উপার্জিত অর্থে বিত্তশালী হয়ে থাকে।

দুরধুরা যোগ: চন্দ্রের বা লগ্নের দ্বিতীয়ে বা দ্বাদশে রবি ভিন্ন অপর কোন গ্রহ অবস্থিত হইলে দুরধুরা যোগ হয়ে থাকে। দুরধুরা যোগে জাত ব্যক্তি বহু ভৃত্যের প্রভু হয়ে থাকেন।

ধ্বজ যোগ: জন্ম ছকে মেষ, বৃষ, ধনু ও মীনে যদি চারটি গ্রহ থাকে এবং অবশিষ্ট গ্রহ সমূহ যদি কন্যা রাশিতে অবস্থিত হয় তবে ধ্বজ যোগ সূচিত হয়।ধ্বজ যোগ জাত ব্যক্তি ধনী, হর্স যুক্ত, সুখী ও সম্পত্তির অধিকারী হন এবং স্ত্রী-পুত্র যুক্ত হয়ে থাকেন।

ছত্র যোগ: জন্ম ছকে মকর রাশি থেকে কর্কট রাশি পর্যন্ত- এই সাতটির প্রত্যেক রাশিতে প্রধান সাতটি গ্রহ অবস্থিত হইলে ছত্র যোগ সূচিত হয়। ছত্র যোগে জাত ব্যক্তি অধিকাংশ ক্ষেত্রেই জয় লাভ করেন ও রাজতুল্য ক্ষমতা, সম্পদের অধিকারী হইয়া থাকেন।

লক্ষী যোগ: জন্ম ছকে শুক্র এবং নবমপতি গ্রহ যদি নিজেদের ক্ষেত্রেই লগ্নের পঞ্চম, নবম বা কেন্দ্রে অবস্থিত হয় তবে লক্ষী যোগ সূচিত হয়। লক্ষ্মী যোগে জাত ব্যক্তি স্বাস্থ্যবান ও সমৃদ্ধশালী হইয়া থাকেন। এরূপ জাত ব্যক্তি বিলাসবহুল জীবন যাপন করতে সক্ষম হইয়া থাকেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন