Astrology Journeys

Horoscope reading, Prediction, Palm reading, Numerology, Gem Stone, Mantras, Reiki, Meditation & astrology article,রাশিফল, জন্ম ছক বিশ্লেষণ, রত্ন, মন্ত্র,রেইকি, ধ্যান।

Breaking

বুধবার, ৭ আগস্ট, ২০১৯

Health problem and astrology|জ্যোতিষে রোগ নির্ণয় ও প্রতিকার

জ্যোতিষে রোগ নির্ণয় ও প্রতিকার

Health problem and astrology|জ্যোতিষে রোগ নির্ণয় ও প্রতিকার


গ্রহ নির্দিষ্ট রোগ:

জন্ম কুণ্ডলী বিচারে  মানব শরীরে রোগ নির্ণয়ের ক্ষেত্রে রাশি ও গ্রহ কাতরতা যেমন আবশ্যক তেমনি কোন গ্রহ দ্বারা কি কি রোগ সৃষ্টি হতে পারে অর্থাৎ গ্রহ নির্দিষ্ট রোগ সমূহ জানাও আবশ্যক। এখানে গ্রহ নির্দিষ্ট রোগ সমূহ আলোচনা করা হলো।
রবি: প্রবলজ্বর, স্নায়ুবিক দুর্বলতা, চক্ষুপীড়া, মাথার যন্ত্রনা, হৃদকম্পন, মেরুদন্ডে বেদনা, শিরা-উপশিরা এবং শরীরের দক্ষিণঅঙ্গজাত পীড়া, মূর্ছা, ঘাড় পিঠের ব্যথা, মৃগী, শূলবেদনা ইত্যাদি রোগ রবির প্রভাবে হয়ে থাকে।
চন্দ্র: সর্দি কাশি, শ্লেষ্মা ঘটিত পীড়া, পক্ষাঘাত, আন্ত্রিক রোগ, ফুসফুসের রোগ, অ্যানিমিয়া, মূত্রাশয়, স্তন, বাত এবং জল নিমিত্ত পীড়াদি চন্দ্রের প্রভাবে হয়।
মঙ্গল: আঘাত, রক্তপাত, অস্ত্রোপচার জনিত রোগ, এলার্জি, রক্ত আমাশয়, অর্শ, পিত্তঘঠিত পীড়া, দাদ, চুলকানি, পিত্ত বিকার, প্লেগ, গুপ্ত রোগ, ভগন্দর, রক্তস্রাব প্রভৃতি মঙ্গলের প্রভাবে হয়।
বুধ: টাইফয়েড, হুপিংকাশি, পিত্তথলির রোগ, জ্বর, মৃগী, জিভের রোগ, স্নায়ুর রোগ, স্বরভঙ্গ, কানের রোগ, হিস্টিরিয়া এবং স্মৃতি শক্তি লোপ বিষয়ক রোগ সমূহ বুধের প্রভাবে হয়।
বৃহস্পতি: ব্লাডপ্রেসার, হার্নিয়া, লিভার, ফুসফুস, পৃষ্টে বেদনা, চুল ওঠা এবং শ্লেষ্মা ঘটিত পীড়া, মাথার রোগ, মূর্ছা, জ্বর, ফোড়া মানসিক কষ্ট ইত্যাদি বৃহস্পতির প্রভাবে হয়।
শুক্র: কিডনির রোগ, মূত্রাশয়ের রোগ, জননেন্দ্রিয়ের রোগ, স্ত্রীসংসর্গজনিত জননেন্দ্রিয়ের রোগ, স্নায়ুর রোগ, ফুসফুসের রোগ, ধাতু দুর্বলতা, হাইড্রোসিল ও শুক্রক্ষরণ জনিত রোগ শুক্রের প্রভাবে হয়।
শনি: মানসিক অবসাদ, শূলবেদনা, হিক্কারোগ, বধিরতা, টি.বি, গেঁটেবাত, ক্লীবতা, অজীর্ণরোগ, চর্মরোগ, গ্যাস বা উদরের বায়ুবৃদ্ধির রোগ, সাইটিকা প্রভৃতি শনির দ্বারা হয়।
রাহু: দাঁতের রোগ, দুর্বলতা, শুক্রক্ষরণ, চর্মরোগ, বায়ু বৃদ্ধি, পরিপাকতন্ত্র এবং শ্বাসযন্ত্র বিষয়ক পীড়া, বিষক্রিয়া, সর্পদংশন, মৃগীরোগ রাহুর প্রভাবে হয়।প্রবল প্রতিকূল রাহু জাতককে আত্মহত্যায় প্রবৃত্ত করে।
কেতু: জ্বর, চক্ষুপীড়া, সংক্রামক রোগ, মানসিক চঞ্চলতা, শূলবেদনা, ভয় বা আতঙ্ক জনিত পীড়া, চর্মরোগ, দেহ কম্পন প্রভৃতি কেতু গ্রহ প্রভাবে হয়।

রোগ নির্ণয়ের ক্ষেত্রে একাধিক রোগ একই গ্রহের দ্বারা সৃষ্টি হতে পারে যেমন 'চর্মরোগ' শনি, রাহু, কেতু 3 টি গ্রহের প্রভাবেই সৃষ্টি হয়।সে ক্ষেত্রে জাতকের কোন গ্রহ দ্বারা রোগ ভোগ হচ্ছে তা নির্ণয় করার জন্য উক্ত জাতকের জন্মকালীন রাশিচক্রে গ্রহের অবস্থান এবং তার শুভ অশুভ প্রভাব নির্ণয় করতে হবে। তাছাড়া রোগভোগের সময় কোন কোন গ্রহের অন্তরদশা-মহাদশা চলছে তাও দেখা আবশ্যক। জন্মকালীন গ্রহযোগের জন্যেও অনেক সময় রোগ সৃষ্টি হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন