Astrology Journeys

Horoscope reading, Prediction, Palm reading, Numerology, Gem Stone, Mantras, Reiki, Meditation & astrology article,রাশিফল, জন্ম ছক বিশ্লেষণ, রত্ন, মন্ত্র,রেইকি, ধ্যান।

Breaking

সোমবার, ২৯ জুলাই, ২০১৯

Astrology Yoga in Bengali | জ্যোতিষের বিভিন্ন যোগ

জ্যোতিষের বিভিন্ন যোগ:

রাজযোগ:

চতুর্থপতি  সপ্তমপতি বা নবম পতির সঙ্গে চার প্রকার সম্বন্ধে এর মধ্যে কোন একটি সম্বন্ধে আবদ্ধ হলে(ক্ষেত্র বিনিময়, দৃষ্টি বিনিময় বা একে অপরকে পূর্ণ দৃষ্টি দেবে অথচ অপরটি দ্বারা দৃষ্ট হবে না এবং একটি অপরের ক্ষেত্রে থাকবে এবং সহাবস্থান) সে ক্ষেত্রে বিশেষ রাজযোগ সূচিত হবে।

  • আত্মকারক লগ্ন ও জন্ম লগ্ন - এই দুইয়ের মধ্যে সম্বন্ধেও রাজযোগ হবে।
  • লগ্ন পতি ও পুত্র কারক গ্রহ সম্বন্ধযুক্ত হলে রাজযোগ হবে।
  • লগ্ন পতি ও আত্ম কারক গ্রহ সম্বন্ধ যুক্ত হলে রাজযোগ হবে।
  • জন্ম কুণ্ডলীতে যদি দশমপতি, পঞ্চমপতির দ্ধারা যুক্ত হয়, তাহলে রাজযোগ হয়।
  • জন্মকুণ্ডলীর একাদশ স্থানে অবস্থিত একাদশ পতিকে দশমপতি পূর্ণ দৃষ্টি দান করলে রাজযোগ হয়।

জীবযোগ:

জন্মকুণ্ডলীতে বৃহস্পতির সপ্তমে চন্দ্র অথবা বৃহস্পতি ও চন্দ্র একত্রে কোন রাশিতে অবস্থিত হলে জীব যোগ হয়। বৃহস্পতি-চন্দ্র যদি কর্কটে, ধনুতে বা মীন রাশিতে একত্রে অবস্থান করে তবে জাতকের জীব যোগের বল বৃদ্ধি পাবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন