Rudraksha Remedy |রুদ্রাক্ষ প্রতিকার
বিশেষ কিছু কার্যসিদ্ধির জন্য একাধিক রুদ্রাক্ষ ধারণের সুফল লাভ হয়ে থাকে।কোন কোন রুদ্রাক্ষের সাথে কোন কোন রুদ্রাক্ষ ধারণে কি ফল লাভ হয় তার কিছু আলোচনা করা হলো।
১) 5, 7 ও ১১ মুখী রুদ্রাক্ষ একসঙ্গে ধারণের ফলাফল:
বিশেষ কোনো কঠিন সমস্যা যেখান থেকে বেরিয়ে আসার কোনো পথ মিলছে না বা প্রতিটি মুহূর্তে সংঘর্ষের পথে যেতে হচ্ছে, কাজে অসফলতা আসছে বা সঠিক সিদ্ধান্ত নিতে সমস্যা হচ্ছে, অকারনে অপমানিত হওয়া ইত্যাদি ক্ষেত্রে উল্লিখিত তিনটি রুদ্রাক্ষ একসাথে ধারণ ও পূজা করলে সমস্যা থেকে মুক্তি লাভ হতে পারে।
২) 7 ও 12 মুখী রুদ্রাক্ষ একসাথে ধারণের ফলাফল:
যে সকল ব্যক্তি প্রশাসনিক কাজের সাথে যুক্ত বা অনেক কর্মচারী একসাথে চালানোর ক্ষেত্রে পরিচালক,তারা এই দুটি রুদ্রাক্ষ একসাথে ধারণ করলে প্রশাসনিক স্তরে লাভবান হবেন ও সমস্ত কর্মচারী বাধ্য থাকবে।
৩) 8 ও 14 মুখী রুদ্রাক্ষ একসাথে ধারণের ফলাফল:
অতিরিক্ত রোগ ভোগ বা যারা রুগ্ন প্রকৃতির, হাই ব্লাড প্রেসার,হাই সুগার অথবা অন্য কোনো জটিল রোগে ভুগছেন তারা এই দুটি রুদ্রাক্ষ একসাথে ধারণ ও পূজা করলে সুফল লাভ করবেন।
৪) 3 ও 6 মুখী রুদ্রাক্ষ একসাথে ধারণের ফলাফল:
অধ্যায়নে বিদ্যার্থীদের অমনোযোগ, স্মৃতিশক্তি হ্রাস, পরীক্ষায় আশানুরূপ ফল লাভ না হওয়া ইত্যাদি ক্ষেত্রে উল্লিখিত দুটি রুদ্রাক্ষ একসাথে ধারণে সুফল লাভ হয়।উচ্চশিক্ষা লাভের ক্ষেত্রে উল্লিখিত দুটি রুদ্রাক্ষ একসাথে ধারণে উচ্চশিক্ষায় বিঘ্ন ঘটার সম্ভাবনা কম থাকে।
৫) 10 ও 11 মুখী রুদ্রাক্ষ একসাথে ধরনের ফলাফল:
শিশুদের ক্ষেত্রে কুনজর বা হাওয়া লেগে যাওয়া ইত্যাদি ক্ষেত্রে উল্লিখিত দুটি রুদ্রাক্ষ একসাথে ধারণে কুপ্রভাব থেকে শিশুরা মুক্ত হতে পারে।
৬) 6 ও 13 মুখী রুদ্রাক্ষ একসাথে ধারণের ফলাফল:
ম্যাজিক পেশায় যুক্ত ব্যক্তি এই দুই রুদ্রাক্ষ একসাথে ধারণে বশীকরণ ক্ষমতা অনেকাংশে বৃদ্ধি পায় এবং তাদের পেশাগত জীবনে তারা যথেষ্ট সুনাম অর্জন করতে পারেন।
৭) 3,4 ও 9 মুখী রুদ্রাক্ষ একসাথে ধারণের ফলাফল:
চাকরিপ্রার্থী বা যারা ব্যবসা শুরু করবেন তারা এই তিনটি রুদ্রাক্ষ একসাথে ধারণ করলে সাফল্য লাভ হবে।
৮) 10 ও গৌরী শংকর রুদ্রাক্ষ একসাথে ধারণের ফলাফল:
বিবাহিত জীবনে বিভিন্ন সমস্যা,পরিবারের সদস্যদের সাথে অথবা স্বামী-স্ত্রী উভয়ের সম্পর্কের অবনতিতে এই দুটি রুদ্রাক্ষ ধারণ ও পুজা করলে সম্পর্কের তিক্ততা সৃষ্টি হয় না এবং দাম্পত্য জীবন সুখময় হয়।
৯) 6 ও 7 মুখী রুদ্রাক্ষ একসাথে ধারণের ফলাফল:
উল্লেখত দুটি রুদ্রাক্ষ একসাথে ধারণ করলে জীবনের সমৃদ্ধি লাভ ঘটে ও কাজে বাধা বিঘ্ন দূর হয়। গুপ্ত শত্রু প্রশমিত হয় ও জীবনে সাফল্য আসে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন