চাকুরী কোন সময় পাওয়া সম্ভব?
ভালো চাকুরী অনেকেই পেতে চান, কিন্তু সকলের ক্ষেত্রে তা সম্ভব হয় না। এখন দেখা যাক জ্যোতিষের আলোকে চাকরির শুভ যোগ।
জ্যোতিষ মতে লগ্নের দ্বিতীয়, ষষ্ঠ, দশম ও একাদশ ভাব ও ভাবপতিগ্রহ চাকুরী লাভের ক্ষেত্রে মুখ্য ভূমিকা গ্রহণ করে। তাদের সম্পর্ক যুক্ত গ্রহের দশায় চাকুরী পাওয়া সম্ভব। এই অধিপতিদের নক্ষত্রের অধিপতিরা সম্পর্কযুক্ত হলে অতি শুভ ফল পাওয়া যায়। নবমভাব নবমপতি আর তৃতীয় ভাব তৃতীয়পতিকে অবশ্যই বিচার করতে হবে। নবমভাব, নবমপতি থেকে জানা যাবে যে জাতক ভাগ্যের জোরে চাকুরী পাবে কিনা। তৃতীয়ভাব, তৃতীয়পতি থেকে জানা যাবে জাতক নিজের চেষ্টায় চাকুরী পাবে কিনা।যারা উচ্চপদস্থ চাকুরীরত তাদের জন্ম ছকে নবম স্থান ও নবমপতি নিশ্চয়ই ভালো থাকতে হবে,সঙ্গে দ্বিতীয়পতি, ষষ্ঠপতি, দশমপতি ও একাদশপতিদের অবস্থা ভালো থাকতেই হবে। অনেক সময় ছাত্রাবস্থায় ভালো ফল করলেও ভালো চাকুরী পাওয়া সম্ভব হয় না। এর কারণ কি? চতুর্থস্থান ও পঞ্চমস্থান ভালো হওয়াতে উচ্চ বিদ্যালাভ হয়েছে,কিন্তু দ্বিতীয়, নবম, দশম, ষষ্ঠ ও একাদশ পতিদের সেই সুন্দর সম্পর্ক রাশিচক্রে নেই এবং এরা ভালো নক্ষত্র পাননি। এছাড়া অনুকূল মহাদশা-অন্তর্দশা না পেলে ভালো চাকরি হবে কিভাবে?
চাকুরী তখনই পাওয়া যাবে যখন দ্বিতীয়, ষষ্ঠ, নবম, দশম ও একাদশ ভাবপতিদের মধ্যে সুসম্পর্ক থাকবে এবং শুভ মহাদশা-অন্তর্দশা চলবে ও গোচরে উক্ত পতিদের আশীর্বাদ থাকবে।
চাকুরী তখনই পাওয়া যাবে যখন দ্বিতীয়, ষষ্ঠ, নবম, দশম ও একাদশ ভাবপতিদের মধ্যে সুসম্পর্ক থাকবে এবং শুভ মহাদশা-অন্তর্দশা চলবে ও গোচরে উক্ত পতিদের আশীর্বাদ থাকবে।
- দশমপতি কেন্দ্রে বা ত্রিকোণে অবস্থান করে যদি লগ্নপতির সহিত সম্পর্ক তৈরি করে, তাহলে নিজের মনের মতো চাকরি পাওয়া সম্ভব।
- দশমপতি , লগ্নপতি অথবা নবম পতির সহিত স্থান বিনিময় করলে ভাল চাকুরী পাওয়া যায়।
- দশমপতি উচ্চস্থ অথবা মিত্র গৃহে অবস্থান করলে অথবা দশম স্থানে দৃষ্টি দিলে দশমপতির মহাদশা-অন্তর্দশায় চাকরি পাওয়া সম্ভব।
চাকুরী লাভের সময় :
- দশম পতির সঙ্গে সম্পর্কযুক্ত গ্রহের দশায়।
- দশম স্থানে অবস্থিত শুভ গ্রহের দশায়।
- দশম স্থান বা দশমপতির সহিত সম্পর্কযুক্ত গ্রহের শুভ গোচর অবস্থানের সময়।
- শনি ও বৃহস্পতির গোচরে শুভ অবস্থানের সময়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন