Astrology Journeys

Horoscope reading, Prediction, Palm reading, Numerology, Gem Stone, Mantras, Reiki, Meditation & astrology article,রাশিফল, জন্ম ছক বিশ্লেষণ, রত্ন, মন্ত্র,রেইকি, ধ্যান।

Breaking

শুক্রবার, ২ আগস্ট, ২০১৯

Delay in marriage -cause, remedies |বিবাহে বিলম্বের কারণ, প্রতিকার - Astrology Journey (Suddip Shastri)

জন্মছক বিশ্লেষণ:


বিষয়:  বিবাহ বিলম্বের কারণ



জন্মছকটি একটি পুরুষ জাতকের। জাতক শিক্ষিত, স্বাস্থ্যবান ও সুন্দর রুপের অধিকারী। জীবনের সবথেকে বড় সমস্যা হলো বিবাহ না হওয়া। বহু চেষ্টা করেও বিবাহ সম্ভব হয়নি। জাতক যখন তার জন্ম ছক দেখাতে আসে তখন তার বয়স 42 বছর। বিবাহের ব্যাপারে সম্পূর্ণরূপে আশাহীন, ধরেই নিয়েছিল হয়তো আর বিবাহ হইবে না।কিন্তু ওনার কোন এক বন্ধুর কথা শুনে একবার শেষ চেষ্টা করে দেখার জন্য জন্ম ছক বিশ্লেষণের জন্য এসেছিলেন।
জাতকের জন্মছক বিশ্লেষণ: ওনার জন্মছক দেখার পর কোন রত্ন ব্যবহার করছেন কিনা জিজ্ঞাসা করায় উনি বললেন ওপাল ও ক্যাটস আই বিগত পাঁচ বৎসর ধরিয়া পরে আছেন, কিন্তু তা সত্বেও বিবাহ সম্ভব হয়নি। উনার ছকে লগ্ন-মেষ, রাশি-মেষ। দ্বিতীয়পতি ও সপ্তমপতি শুক্র অষ্টম স্থানে ষষ্ঠপতি যুক্ত। দ্বিতীয় ও সপ্তম পতি ষষ্ঠপতির সহিত যুক্ত হইয়া অষ্টমে অষ্টমস্থ হওয়ায় বিবাহের প্রচন্ড বাধা সৃষ্টি হয়েছে। সপ্তম স্থানে আবার রবি নিচস্থ।জন্ম ছকের দ্বিতীয় স্থান হল আত্মীয়, কুটুম্ব্বের স্থান আর সপ্তম স্থান হল বিবাহের স্থান। এই দুই বিবাহের জন্য গুরুত্বপূর্ণ স্থানের অধিপতি অষ্টম স্থানে অবস্থিত, যেটি অশুভ অবস্থান। শুক্রের এই অশুভ স্থানে অবস্থান বিবাহের জন্য বড় বাধা। চতুর্থ স্থানে কেতু যেটি গৃহসুখেের  হানি করছে। বিবাহ গৃহসুখ এর একটি কারণ, যেটি কেতু দ্বারা বাধা পাচ্ছে। দ্বিতীয় স্থানে শনির অবস্থান কুটুম্ব লাভে বিলম্বের কারণ। উপরোক্ত গ্রহ সমন্বয় ও অবস্থান জাতকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে বাধা দান করেছে।

প্রতিকার: প্রথমেই ওনাকে ওপাল ও ক্যাটস আই খুলে ফেলতে বললাম। একটি বিশেষ রত্ন, একটি মূল পরতে বললাম সঙ্গে একটি মন্ত্র নিয়মিত জপ করতে বললাম। 43 বছর 6 মাস বয়সে রাহুর মহাদশা-মঙ্গলের অন্তর্দশায়  ওনার বিবাহ সম্পন্ন হয়। পাত্রী ওনার মনের মতই হয়েছে।কর্মক্ষেত্রেও ভালো চাকরির যোগাযোগ হওয়ায় পূর্বের চাকরি ছেড়ে নতুন চাকরীতে যোগদানও করেছেন। বর্তমানে তিনি স্ত্রী-কন্যাসহ সুখে জীবন যাপন করছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন